সারাদেশ

সিরাজগঞ্জে জেনিন পরিবহনের বাস উল্টে একজন নিহত আহত ৪ জন।

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ.
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় জেনিন পরিবহনের বাস উল্টে একজন নিহত আহত হয়েছে আরো ৪ জন।
শুক্রবার (২০ জুন) সকাল অনুমানিক ৮টার দিকে জেনিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সোনামুখী বাজার থেকে আসার সময় সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ি নামক জায়গায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম পাশে উল্টে যায় এতে পাঁচগাছি গ্রামের আয়নাল হক (৫০) নামের একজন যাত্রী ঘটনাস্থলে মৃত্যুবরণ কর এবং ৪জন গুরুতর আহত হয়েছে।
এবিষয়ে কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরে আলম বলেন, সকাল পৌনে আটটার সময় জেরিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, ঘটনাস্থলে আয়নাল হক নামের একজন বাস যাত্রী নিহত হন স্থানীয়রা লাশটি উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে যায়, এ সময় আরো চারজন আহত হয়, আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যায়, এ বিষয়ে থানায় কোন মামলা হয়নি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,