সারাদেশ

রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

মাহমুদ সানি, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আজ রবিবার   (৭ এপ্রিল) সকাল ১০ টায়  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক মাসুদ আলমের  সঞ্চালনা, প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন ভূঁইয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মাঈনউদ্দিন, রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফরিদ উদ্দিন, অভিভাবক সদস্য তোফাজ্জল আলী স্বপন পাটোয়ারী, শিবু বনিক, মোঃ খলিলুর রহমান,  শিক্ষিকার রুবিনা আক্তার, নয়ন আক্তার ও সহকারী শিক্ষক ই: রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হচ্ছে। ভবিষ্যৎ জীবনের জন্য আমরা তোমাদের সাফল্য কামনা করি।”

 

 বিদায়ী শিক্ষার্থীরা তাদের স্মৃতিচারণ করেন এবং বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে স্মারক ও উপহার বিতরণ করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সকলেই বিদায়ী অনুষ্ঠানটি স্মরণীয় করে রাখার আশা ব্যক্ত করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,