সারাদেশ

২৬ পিস মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করলো পিরোজপুর জেলা পুলিশ

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে জেলায় বিভিন্ন সময় চুরি ও হারিয়ে যাওয়া ২৬ পিস মোবাইল ফোন প্রকৃত  মালিকদের কাছে হস্তান্তর করেছে পিরোজপুর জেলা পুলিশ।
সোমবার (২৩শে জুন) সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের হল রুমে উদ্ধারকৃত এই মোবাইল তাদের মাঝে হস্তান্তর করেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
এসময় পুলিশ সুপার বলেন , জেলার ৭টি উপজেলা থেকে ২৬ টি মোবাইল, তিনটি ফেসবুক ফেইক আইডি ও একটি হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার করে জেলা পুলিশের আইসিটি ও মিডিয়া সেল।
পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের আরও জানান, পিরোজপুর জেলা পুলিশের উদ্ধার অভিযান অব্যাহত আছে। মাদক সহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশ অভিযান পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধজনিত যে কোন বিষয় জেলা পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।
ভুক্তভোগীরা তাদের হারানো ও চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন, ফেইসবুক আইডি  ও হ্যাকড আইডি ফেরত পেয়ে জেলা পুলিশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,