সারাদেশ

চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অটোরিকশার আরোহীর মৃত্যু।

এনামুল মবিন(সবুজ)
স্টাফ রিপোর্টার.
চিরিরবন্দরে দশমাইল হাইওয়ে মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অটোরিকশার ১ আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে দিনাজপুর রংপুর দশমাইল হাইওয়ে মহাসড়কের সরকার ভাটার সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত ব্যক্তি হলেন, নীলফামারী সৈয়দপুর উপজেলার ঢেলাপীর গ্রামের মোঃ চানবাছার স্ত্রী মিলি আক্তার(২৬)।
স্থানীয়রা জানায়, ফতেজংপুর ইপিজেড থেকে ঢেলাপীর  বাড়ির দিকে যাচ্ছিলেন। সরকার ভাটার সামনে মহাসড়কে বিপরীত দিক থেকে আসা দিনাজপুরগামী ট্রাকটি অটোরিকশার পিছনে ধাক্কা দিলে আরোহী মহাসড়কে পরে গেলে ট্রাকটি তার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ট্র্যাকটিকে স্থানীয় জনগণ আটক করেন।
বিষয়টি নিশ্চিত করে দশমাইল হাইওয়ে থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ট্রাক্টরটিকে জব্দ করা হয়েছে। ড্রাইভ পালিয়ে গেছে । মামলা প্রক্রিয়াধীন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,