সারাদেশ

পিরোজপুরে ৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

পিরোজপুর প্রতিনিধি:
 পিরোজপুরের মঠবাড়িয়ায় নিষিদ্ধ পলিথিন মজুদ করে বাজারজাতকরণের অভিযোগে মো. মহসিন মিয়া নামে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
 মঙ্গলবার (২৪ জুন) মঠবাড়িয়া পৌর শহরের কাপুড়িয়া পট্রি এলাকায় ভ্রাম্যান  আদালত এ অভিযান চালায়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবদুল কাইয়ূম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শহরের কাপুড়িয়া পট্রির তন্বী স্টোরের একটি গুদামে অভিযান চালিয়ে মজুদকৃত ৬০০ কেজি পলিথিন জব্দ করে যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।
 এসময় অভিযুক্ত ব্যবসায়িকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন গুদামজাত করার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও  পৌরশহরে অবৈধ পার্কিং করার কারণে ইমা পরিবহনকে  ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাইয়ূম বলেন, নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বাজারজাত বন্ধে অভিযান চলমান থাকবে। জব্দকৃত পলিথিন রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,