সারাদেশ

আদমদীঘিতে স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বগুড়ার আদমদীঘিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় ছয় দফা দাবিতে পূর্ব ঘোষিত নির্ধারিত সময় সূচি অনুযায়ী স্বাস্থ্য সহকারীরা আজ সকাল আটটা থেকে দশটা পর্যন্ত দুই ঘন্টা কর্ম বিরতি পালন করে।

আজ (২৪ জুন) মঙ্গলবার বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত প্রস্তাবিত ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় সকাল আটটা থেকে দশটা পর্যন্ত আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের প্রধান ফটকের সামনে সকল স্বাস্থ্য সহকারী এই কর্ম বিরতি পালন করে।
বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি আদমদীঘি উপজেলা স্বাস্থ্য সহকারী  রফিকুল ইসলাম বলেন, মানব শিশু জন্মের পর থেকে দশটি মারাত্মক রোগ থেকে সুরক্ষার জন্য প্রতিষোধক হিসাবে তৃণমূল পর্যায়ে আমরা স্বাস্থ্য সহকারীরাই টিকা প্রদান করে থাকি। কাজটি সম্পূর্ণ টেকনিক্যাল হলেও আমরা টেকনিক্যাল পদমর্যাদা ও গ্রেড কোনোটাই পাইনা। দীর্ঘ দিন ধরে টেকনিক্যাল পদমর্যাদা ও গ্রেড দাবি করে আসলেও আজ অবধি সংশ্লিষ্ট বিভাগ তা বাস্তবায়ন না করায় আমরা চরম পর্যায়ে বেতন বৈষম্যের শিকার হচ্ছি। অনতিবিলম্বে আমাদের ছয় দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকার সংশ্লিষ্ট বিভাগের নিকট জোর আবেদন জানাচ্ছি।
কর্ম বিরতি পালন সম্পর্কে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য সহকারী পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, পূর্ব ঘোষিত নির্ধারিত সময় সূচি অনুযায়ী আজ আদমদীঘি উপজেলাতে ও দুই ঘন্টা কর্ম বিরতি পালন করেছে এটা তাঁদের যৌক্তিক দাবি বলে আমি  মনে করি।
এ সময় স্বাস্থ্য সহকারী রফিকুল ইসলাম, মিজানুর রহমান, আব্দুল কুদ্দুস, মতিউর রহমান, রায়হান আলী, আনজুমান আরা, মুনজু আরা, প্রণয় কুমার, সঞ্চয় চন্দ্র, আদরী বানু, লিপি রাণী, আতিয়া নাসরীন, রোজিনা খাতুন, শান্তনা রাণীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,