শার্শায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা,, হত্যার গুঞ্জন এলাকায়

জাকির হোসেন, শার্শা প্রতিনিধি:
শার্শা উপজেলার গোগা মাঠ পাড়ায় সুমানা আক্তার (২১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৯’টার দিকে সুমানা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে শশুর বাড়ির লোকজন জানায়। প্রতিবেশীদের ধারনা সুমানাকে মেরে আত্মহত্যার কথা বলছে তার স্বামীর পরিবার।
সুমানার বাবার বাড়ি যশোরের শংকরপুর এলাকায়, তার বাবার নাম সাগর আহমেদ। বছর পাঁচেক আগে গোগা বিল পাড়া গ্রামের দীন মহাম্মদের ছেলে আব্দুল্লাহর সাথে তার বিয়ে হয়। তাদের জান্নাতি নামে ৪ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। বর্তমান তারা গোগা মাঠ পাড়ায় পোল্ট্রিফার্ম মোড়ে বসবাস করছে। শুক্রবার সকালে সুমানা আক্তারের মৃত্যুর ঘটনা জানাজানি হলে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে সুমানার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিক জিজ্ঞাসা বাদের জন্য সুমানার স্বামী আব্দুল্লাহকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।
পুলিশ জানায়, সুমানার গলায় রশির দাগ রয়েছে। প্রাথমিক ধারনা করা হয় সে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে। ময়না তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানায়।