কামারখন্দে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার-উত্তেজিত জনতার ভাঙচুর-অগ্নিসংযোগ

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ.
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামে এসিআই ফুড ফ্যাক্টরির পেছনের একটি ডোবা থেকে মো. শামীম (২৮) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে স্থানীয়দের দেয়া তথ্যে কামারখন্দ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত শামীম কুটিরচর পশ্চিমপাড়া গ্রামের সাইফুল ইসলাম শেখের ছেলে। তার মা রওশন আরা দীর্ঘদিন আগে মারা গেছেন। পরিবার সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে নিখোঁজ ছিলেন শামীম। সম্ভাব্য আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ শুক্রবার দুপুরে ফ্যাক্টরির পেছনের ডোবা থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা কাছে গিয়ে শামীমের মরদেহ শনাক্ত করে।
নিহতের বাবা সাইফুল ইসলাম শেখ কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। ওর কোনো শত্রুও ছিল না। কারা কী কারণে তাকে এমনভাবে হত্যা করলো, বুঝে উঠতে পারছি না। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। স্থানীয় কয়েকশ’ জনতা জড়ো হয়ে প্রতিবাদ মিছিল বের করে এবং এসিআই ফুড ফ্যাক্টরির আশপাশে ব্যাপক ভাঙচুর চালায়। পরে কিছু অংশে অগ্নিসংযোগও করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই প্লাটুন অতিরিক্ত ফোর্স মোতায়েন করে।
এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন,
মরদেহটি ডোবার পানিতে থাকায় অর্ধগলিত হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ১-২ দিন আগে তাকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।