সারাদেশ

কুমিল্লা টাইমস স্কয়ার ও তাজমহল হোটেলে অভিযান,জরিমানা 

কুমিল্লা প্রতিনিধি

অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, খোলা জায়গায় খাবার সংরক্ষণ, ফ্রিজে বাসি খাবার রাখা এবং হালনাগাদ লাইসেন্স না থাকার দায়ে চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক সংলগ্ন ভিআইপি রেস্তোরাঁ টাইমস স্কয়ার ও তাজমহল হোটেলকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৬ এপ্রিল) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে দুটি হোটেলেরই রেস্তোরাঁ পরিচালনার হালনাগাদ লাইসেন্স প্রদর্শনে ব্যর্থতা দেখা যায়।

এছাড়া, খাবার প্রস্তুত ও পরিবেশনের স্থান অপরিচ্ছন্ন রাখা, রান্না করা খাবারে ঢাকনা না দেয়া, ফ্রিজে পুরনো ও বাসি খাবার সংরক্ষণ, দই ও রসমালাই বিক্রির জন্য আলাদা অনুমোদন না থাকা এবং এসব খাদ্যদ্রব্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় হোটেল তাজমহলকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং টাইমস স্কয়ারকে ৮০ হাজার টাকা জরিমানা অনাদায়ে একই মেয়াদের দণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, “এই দুটি হোটেল মহাসড়কের যাত্রী ও স্থানীয়দের মধ্যে পরিচিত। তবে এ সুযোগকে কাজে লাগিয়ে তারা নিয়মবহির্ভূতভাবে ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করে আসছিল। চৌদ্দগ্রাম থানার পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয় এবং আমাদের এই অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,