সারাদেশ

দেবীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

পঞ্চগড় প্রতিনিধি
ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক প্রতিপাদ্য নিয়ে পালিত হল বিশ্ব জনসংখ্যা দিবস।
দিবসটি উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জেও বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুলাই সোমবার দুপুরে দেবীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেবীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন ধর,
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈম মোর্শেদ, পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাঃ আদনান মাহফুজ, দেবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার সাইফুল ইসলামসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় দেবীগঞ্জ উপজেলার ১০ ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা অংশ নেন। আলোচনা সভা শেষে দেবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার পরিকল্পনা, মা ও শিশু ও কৈশোর কালীন স্বাস্থ্য সেবা কার্যক্রমে প্রশংনীয় অবদান রাখার জন্য ৬ জনকে সম্মননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,