সারাদেশ

মির্জা মোরাদুজ্জামান-এঁর ৩০ তম মৃত্যুবার্ষিকী পালিত

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ.
সিরাজগঞ্জে নানা কর্মসূচির মধ্যেদিয়ে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী’র ঘনিষ্ঠ সহচর, সিরাজগঞ্জ-০২ সদর আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য মরহুম মির্জা মোরাদুজ্জামান-এঁর ৩০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই ২০২৫) সকাল ১০ টায় মালশাপাড়া পৌর কবরস্থান প্রাঙনে মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের আয়োজনে মরহুমের কবর জিয়ারত কোরআন খানি ও আলোচনা, সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা সভাপতিত্ব করেন মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের সদস্য সচিব মোঃ আক্তারুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম- সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মরহুমের জ্যেষ্ঠপুত্র মির্জা মোস্তফা জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মরহুম মির্জা মোরাদুজ্জামানএর  কর্ম ও জীবনের উপরে তাৎপর্য মূলক বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল। এসময়ে উপস্থিত  থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, ডাঃ আব্দুল লতিফ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এডভোকেট মোকাদ্দেস আলী,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সহকারি সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, জেলা বিএনপি উপদেষ্টা নিয়ামত আলী সাজু,জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসলাম উদ্দীন,  সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ইন্না,  সিরাজগন্জ সরকারি কলেজের সাবেক জিএস ডলার,জেলা জাসদের আহবায়ক নব কুমার, জেলা বিএনপি  নির্বাহী সদস্য আক্কাস তালুকদার,
বিশিষ্ট চিকিৎসক ডাঃ নাজমুল ইসলাম, জেলা ছাএ দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব রহমতুল্লাহ রাফি,  প্রমুখ, আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন সিরাজগঞ্জ পৌর মালসাপাড়া কবরস্থান জামে মসজিদের পেশ ইমামও খতিব হাফেজ মাওলানা  জুবায়ের হোসেন। বাদ জুম্মাঃ- মাদ্রাসার এতিম বাচ্চাদের মাঝে রান্না করা খাবার বিতরণ। মালশাপাড়া পৌর কবরস্থান।দোয়া মাহফিলঃ (বাদ আছর)
স্কুল .এল স্কুল রোড জামে মসজিদ (ধানবান্ধি)।
উল্লেখ্য ঃ সিরাজগঞ্জ সদর থানাধীন কাওয়াকোলা ইউনিয়নের অন্তর্গত কুড়িপাড়া গ্রামে ১৯৩৯ সালের ১১ই মার্চে এক সম্রান্ত কৃষক পরিবারে মির্জা মোরাদুজ্জামান জন্ম গ্রহন করেন। পিতা মির্জা জহিরউদ্দিন ছিলেন তদানিন্তন কংগ্রেস আন্দোলনের একজন স্থানীয় নেতা। মির্জা মোরাদুজ্জামান সিরাজগঞ্জ মুসলিম হাই স্কুলে ছাত্রাবস্থায় প্রত্যক্ষ রাজনীতির সাথে জড়িত হয়ে পড়েন। ৫২’র ভাষা আন্দোলনে অংশগ্রহণের মধ্য দিয়েই রাজনীতিতে সক্রিয়তা বেড়ে ওঠে। তৎকালীন ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন থেকে ১৯৫৭ সালে মাওলানা ভাসানী প্রতিষ্ঠিত ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগ দেন। সিরাজগঞ্জ মহকুমা ন্যাপের সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি বিড়ি-শ্রমিকদের সংগঠন ও রিক্সা-টমটম গাড়ি শ্রমিকদের সংগঠিত করেন এবং উক্ত ২টি সংগঠনের সম্পাদকের দায়িত্ব পালন করেন। এভাবে মির্জা মোরাদুজ্জামান শ্রমিক নেতা হিসাবে প্রতিষ্ঠিত হন। তিনি ছিলেন সৎ, দায়িত্ববান এবং নির্ভরযোগ্য ব্যক্তি আর স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাসী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,