সারাদেশ

গাজীপুরে অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার 

মারুফ হাসান (কালীগঞ্জ) গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ । শনিবার দুপুরে উপজেলা দিন বনগাঁও মাদ্রাসার পাশে একটি ঝোপের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় । পরে কালীগঞ্জ থানা পুলিশ মরদহটি উদ্ধার করেন ।
নিহত অটোরিকশাচালক মৃত আজিম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন(৫০)। তিনি উপজেলাধীন চৈরত পাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের সাথে কথা বলে যানা যায়, প্রতিদিনের ন্যায় গতকাল ১৯জুলাই (শনিবার) রাতে অটো রিকশা নিয়ে বের হন। তার পর থেকে আনোয়ার হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ রবিবার দুপুরে স্থানীয় কিছু শিশু খেলতে গিয়ে ঝোপের মধ্যে মোবাইল এর শব্দে কাছে গিয়ে মরদেহ দেখতে পেলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন জানান মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড হতে পারে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবি, আনোয়ার হোসেন একজন সৎ ও নিরীহ মানুষ ছিলেন। তার সঙ্গে কারো শত্রুতা ছিল বলে তারা জানেন না। পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ঘটনার রহস্য উদঘাটনের আশ্বাস দেয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,