শ্যামনগরে এসএসসি পরীক্ষার প্রস্তুতি সভা

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার(৬ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে আসন্ন এসএসসি পরীক্ষার প্রস্ততি সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রণী খাতুনের সভাপতিত্বে সভায় নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়, শ্যামনগর কেন্দ্রিয় মাদ্রাসা, নওয়াবেঁকী বিড়ালাক্ষ্মী কাদেরিয়া ফাযিল মাদ্রাসার কেন্দ্র সচিবগণ নিজ নিজ পরীক্ষাকেন্দ্রের পরীক্ষার্থী তথ্য তুলে ধরেন।
উপজেলা নির্বাহী অফিসার বক্তব্যে বলেন সুষ্ঠ শান্তিপূর্ণভাবে এবং সকল নিয়মকানুন মেনে পরীক্ষাকেন্দ্র গুলি চলবে। এছাড়া কোচিং সেন্টার বন্ধ সহ অন্যান্য পদক্ষেপ গ্রহণের কথা বলেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, ওসিসি প্রোগ্রাম অফিসার প্রনব বিশ^াস প্রমুখ।
জানা যায় শ্যামনগর উপজেলায় মূল ভেনু ও সাব ভেনু মিলিয়ে ৯টি কেন্দ্রে এবার এসএসসি পরীক্ষার্থী ২১১৯ জন, দাখিল পরীক্ষার্থী ১২৫১ জন ও ভোকেশনাল পর্যায়ে পরীক্ষার্থী ১৪৯ জন সব মিলিয়ে ৩৫১৯ জন।