পঞ্চগড়ে কেন্দ্রীয় যুব মহিলালীগ নেত্রী, সাবেক মেজর মৌসুমীর নামে ঋন খেলাপির মামলা

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য, সাবেক মেজর কাজী মৌসুমীর বিরুদ্ধে পঞ্চগড় জেলা যুগ্ন জজ ও অর্থ ঋন আদালতে মামলা হয়েছে।
ব্র্যাংক ব্যাংক লিমিটেড পিএলসি প্রধান কার্যালয়ের পক্ষে ব্র্যাক ব্যাংক পিএলসির পঞ্চগড়ের আলোছায়া সুপার মার্কেটের ইউনিট অফিসের প্রতিনিধি বাবুল মিয়া এ মামলা দায়ের করেন। ২১ জুলাই মঙ্গলবার দুপুরে এ মামলা দায়ের করা হয়। কাজী মৌসুমী পঞ্চগড় ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাইমুজ্জামান মুক্তার স্ত্রী।
মামলার অপর দুই আসামী হল মাগুড়া এলাকার কাজী শাহাবুদ্দিনের ছেলে কাজী মাহবুবুর রহমান ও জগদল সর্দারপাড়া এলাকার গ্রীন সুপার সপ এন্ড গ্রীন ফার্মার মালিক মৃত নুরুল ইসলাম সরকারের ছেলে এনামুল ইসলাম।
কাজী মৌসুমীর বাড়ি পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার কাজীপাড়া এলাকায়। তার কাজীপাড়া এলাকার অনিন্দ টি স্টেট এন্ড এগ্রো ফার্ম রয়েছে। কাজী মৌসুমী চা পাতা ব্যবসার সাথে জড়িত। তিনি চা পাতা ব্যবসার মুলধন বাড়ানোর জন্য ব্র্যাক ব্যাংকে আবেদন করেন।
মামলার এজাহারে জানা যায়, ব্র্যাক ব্যাংক পিএলসির পঞ্চগড় জেলা শহরের আলোছায়া সুপার মার্কেটের ইউনিট অফিস থেকে ২০২৩ সালের ২৬ জুন দুই মেয়াদে মাসিক ৬৫ হাজার ১৩৮ টাকা কিস্তির বিপরীতে ১৫ লক্ষ টাকা তারা এসএমই টার্ম ঋন গ্রহন করেন। ঋন নেয়ার পরে ১০ লক্ষ ৬৯ হাজার ৫৮০ টাকা পরিশোধ করেন। ঋনটির ২০২৫ সালের ২১ মে এর মধ্যে সুদে আসলে ৫ লক্ষ ১১ হাজার ৫৭৪ টাকা পাওনা রয়েছে। যার কারনে তার বিরুদ্ধে পঞ্চগড় জেলা যুগ্ন জজ ও অর্থ ঋন আদালতে মামলা দায়ের করা হয়।
মামলার বাদী ব্র্যাক ব্যাংকের এসোসিয়েট ম্যানেজার বাবুল মিয়া জানান, ঋনের মেয়াদ শেষ হওয়ার পর আমরা মৌখিক ভাবে একাধিক বার ঋনের টাকা পরিশোধের জন্য অনুরোধ করি। সে বার বার আমাদের অনুরোধ উপেক্ষা করতে থাকে। তিনি আরও বলেন,
কাজী মৌসুমী আমাদের ব্যাংক হতে ২০২৩ সালের ২৬ জুন ১৫ লক্ষ টাকা তারা এসএমই টার্ম ঋন গ্রহন করেন। ঋন নেয়ার পরে ১০ লক্ষ ৬৯ হাজার ৫৮০ টাকা পরিশোধ করেন। এখন তার কাছে ৫ লক্ষ ১১ হাজার ৫৭৪ টাকা পাওনা রয়েছে। ঋনের মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারনে তার নামে মামলা দায়ের করা হয়েছে।
পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাজী মৌসুমীর বিরুদ্ধে পঞ্চগড় জেলা যুগ্ন জজ ও অর্থ ঋন আদালতে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত কাজী মৌসুমীকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।