সারাদেশ

পঞ্চগড়ে সংবাদ সম্মেলন, ২৮টি মিথ্যা মামলা নিষ্পত্তি, ৩ হাজার আসামী মুক্ত

একেএম বজলুর রহমান , পঞ্চগড়
পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির চত্বরে পাবলিক প্রসিকিউটর (পিপি) কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই মঙ্গলবার সকালে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট আদম সূফি তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলন এডভোকেট আদম সুফি বলেন, জুলাই আগষ্টে গণঅভ্যুত্থানের পর বিচার বিভাগ, পুলিশ বিভাগের আন্তরিকতায় এবং  সরকারের বিবেচনায় যেসব হয়রানি মুলক মিথ্যা মামলা দায়ের করা হয় সেসব মামলা নিষ্পত্তির সিদ্ধান্ত গ্রহন করা হয়। বিগত সরকারের সময় রাজনৈতিক ভাবে হয়রানী করার জন্য এসব মিথ্যা মামলা দায়ের করা হয়। সেসব মামলা হতে ২৮ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এসব মামলায় প্রায় ৩ হাজারেরও বেশি আসামী করা হয়েছিল। আইন মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী এসব মামলা নিষ্পত্তি করা হয়েছে।
তিনি আরও জানান, বিগত সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসা, হয়রানী করার জন্য এসব মিথ্যা মামলা দায়ের করা হয়। ৭/৮ মাস আগে সরকার পরিবর্তনের পরে বিভিন্ন আদালতে দায়ের করা এসব মামলা নিষ্পত্তি করা হয়। এসব মামলা নিষ্পত্তির বিষয়টি অনেকে জানেনা যে মামলাগুলো নিষ্পত্তি হয়ে গেছে। আমরা আপনাদের মাধ্যমে জনসাধারণকে জানাতে চাই এসব মামলা নিষ্পত্তির বিষয়টি।
এসময় স্পেশাল পিপি এডভোকেট জাকির হোসেন, অতিরিক্ত পিপি এডভোকেট খলিলুর রহমান, এডভোকেট ইয়াছিনুল হক দুলাল, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট মোহাম্মদ আলী, এডভোকেট এপিপি আব্দুল্লাহ আল মামুন, এডভোকেট মেহেদী হাসান মিলন ও এডভোকেট মোস্তাফিজুর রহমান মিলনসহ সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,