সারাদেশ

গাজীপুরের কালীগঞ্জে গরুচোর সন্দেহে এলাকাবাসী চারজনকে গণপিটুনি একজনের মৃত্যু

মারুফ হাসান (কালীগঞ্জ) গাজীপুর:

গাজীপুরের কালীগঞ্জে গরুচোর সন্দেহে চারজনকে গণপিটুনিদেয় এলাকাবাসী। পরে পুলিশ তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্ত(২১) নামের একজনকে মৃত ঘোষণা করেন।
রোববার (২১শে জুলাই) গভীর রাতে কালীগঞ্জ উপজেলার মুক্তারপুর  রামচন্দ্রপুর গ্রামে ঘটনাটি ঘটে।
এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে এলাকাবাসী গরুচোর সন্দেহে চারজনকে আটক করে।  এলাকাবাসী তাদেরকে গণপিটুনি দেয় এতে চারজন গুরুতর আহত হয়। পরে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চারজনকে উদ্ধার করে।
এ বিষয়ে কালীগঞ্জ থানা পুলিশ জানায়,সোমবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক শান্ত নামের একজনকে মৃত ঘোষনা করেন এবং বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেল) আসাদুজ্জামান জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষনা করা হয় এবং বাকিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান আছে।

এ দিকে ঘটনায় নিহত ব্যক্তি মাধবদীর বালুরচর গ্রামের জাকির মৃধার ছেলে শান্ত (২১), এবং আহতরা হলেন কালীগঞ্জের ভাটিরা গ্রামের ইসমাইলের পুত্র রুবেল (৩০) ও অনিল চন্দ্রের নওমুসলিম পুত্র আব্দুল্লাহ (২৮), কাপাসিয়ার চাঁদপুর গ্রামের হাফিজুল্লাহর পুত্র রিফাত (২৩)।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,