সারাদেশ

শ্যামনগরে ফসলের ক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ফসলের ক্ষেত থেকে মোঃ ইকবাল হোসেন(৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ।

সোমবার(২২জুলাই) রাত ১২টার দিকে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জনৈক আকরাম হোসেনের ফসলের ক্ষেত থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়। সে একই গ্রামের মৃত ইয়াকুব আলী গাজীর পুত্র ছিলেন। স্থানীয়রা জানায় মৃতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

শ্যামনগর থানার ওসি তদন্ত মোহাম্মদ মিজানুর রহমান বলেন ধারণা করা হচ্ছে ফসলের ক্ষেতে ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পেতে চারদিকে গুণোতার বিছানো ছিল। নিহত ব্যক্তি বিশেষ কারণে ঐবাগানের দিকে গিয়েছিল। পরবর্তীতে নিজের অজান্তে বিদ্যুৎ সংযোগ দেওয়া গুণো তারের সাথে জড়িয়ে যায় সে। পায়ে তার জড়িয়ে যাওয়ায় বাঁচার জন্য ছটফট করায় ধারণা করা হচ্ছে পায়ের রগ ছিঁড়ে যায়।

তিনি আরও বলেন মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,