ঝিনাইদহ মহেশপুর সীমান্ত থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার।
ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ অভিযানে ৫৮ বিজিবির একটি বিশেষ টহল দল অংশ নেয়।
বিজিবি সূত্রে জানা যায়, ২২ জুলাই ২০২৫ তারিখ রাত ১১টা ৫ মিনিটে (২৩০৫ ঘটিকায়) গোপন তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের সদর ও সামান্তা বিওপি’র একটি যৌথ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানটি সীমান্ত পিলার ৫৯/৩-এস থেকে ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, নিশ্চিন্তপুর গ্রামের জুলু মিয়ার পাটক্ষেতে চালানো হয়।
সেখানে পাটক্ষেতের আইলের পাশে মালিকবিহীন অবস্থায় পাওয়া যায় ১টি বিদেশি পিস্তল (যুক্তরাষ্ট্রে তৈরি), ২টি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড ৭.০৫ কেএফ গুলি।
বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি মহেশপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এই অভিযানের মাধ্যমে সীমান্তে অবৈধ অস্ত্র প্রবেশ প্রতিরোধে বিজিবি’র সক্রিয় তৎপরতার প্রমাণ মিলেছে।