সারাদেশ

ভলান্টিয়ার ফর সেনবাগের উদ্যোগে ১০ হাজার চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন 

মোঃ সামছু উদ্দিন লিটন, সেনবাগ রিপোর্টার
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার পরিবেশ রক্ষায় ‘ভলান্টিয়ার ফর সেনবাগ’ সংগঠনের উদ্যোগে ১০ হাজারের অধিক  ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) বিকেল পাঁচটা সেনবাগ উপজেলার ৬ নং  কাবিলপুর ইউনিয়নের ‘৩০০ ফুট’ খ্যাত মিনি পর্যটন এলাকায় ওই গাছের চারা রোপন কর্মসুচির উদ্বোধন করেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মো. মহিউদ্দিন।
কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহারের সভাপতিত্বে ও ভলান্টিয়ার ফর সেনবাগের প্রতিষ্ঠাতা ফখরুল ইসলাম টিপুর সঞ্চালনায়  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির জাতীয় যুব শক্তির সমন্বয়ক কামরুজ্জামান, সেনবাগ পৌরসভার সাবেক কাউন্সিলর মহিম উদ্দিন, সংগঠনের সভাপতি মনির হোসেন জুলেট, সংগঠনের সাধারণ সম্পাদক ফাহিম, সদস্য এমদাদ হোসেন জুয়েল, আনোয়ার হোসেন সবুজ প্রমুখ্য।
আলোচনা শেষে অতিথিরা সেনবাগের জনপ্রিয় পিকনিক স্পট ‘৩০০ ফুট’ এলাকায় প্রতীকী ভাবে ঝাউগাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির শুভ সূচনা করেন।
ভলান্টিয়ার ফর সেনবাগের প্রতিষ্ঠাতা ফখরুল ইসলাম টিপু জানান, “আমরা এর আগেও বিভিন্ন সড়কে প্রায় ২৫ হাজার তালবীজ রোপণ করেছি। এবারের উদ্যোগে রয়েছে ৩ হাজার কাঠ ও ফলদ গাছ এবং ৭ হাজার তালবীজ রোপণের পরিকল্পনা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,