কেরানীগঞ্জে জুলাই পুনর্জাগরণ সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
সারা দেশের মতো কেরানীগঞ্জেও অনুষ্ঠিত হলো “জুলাই – সমাজ গঠনে পুনর্জাগরণ” উপলক্ষে লাখো কণ্ঠে শপথ পাঠ।
আজ (শুক্রবার) সকাল সাড়ে ৯টায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা ঋণাত ফৌজিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বড়াল, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলী জামান, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক এবং সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা।
শপথ পাঠ অনুষ্ঠানে সকলে দাঁড়িয়ে একযোগে সমাজ গঠনে সচেতন ও দায়িত্বশীল হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।