পারিবারিক অশান্তি ও মানসিক চাপে গৃহবধূর আত্মহত্যা

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ.
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বাজার পাড়া এলাকায় গলায় ফাঁস দিয়ে কবিতা নাগ (৫০) নামের এক স্কুলশিক্ষিকা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
আজ ২৭ জুলাই রোববার ভোর ৫টার দিকে পরিবারের অগোচরে দ্বিতীয় তলার বারান্দায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতা কবিতা নাগ চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তিনি মৃত কার্তিক নাগ-এর কন্যা এবং চান্দাইকোনা বাজার পাড়ার বাসিন্দা সুজিত বিশ্বাসের (আকাশ) এর স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন ধরে তার স্বামী পাটের ব্যবসায় অর্ধকোটি টাকার ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিবারে চলছিল টানাপোড়েন ও অশান্তি। বিভিন্ন ব্যাংকে ঋণ এবং দেনার কারণে কবিতা নাগ মানসিক চাপে ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন গভীর রাতে ঘুমন্ত স্বামী সুজিত বিশ্বাস হঠাৎ উঠে দেখতে পান তার স্ত্রী দ্বিতীয় তলার বারান্দার গ্রিলের সঙ্গে ফিতা জাতীয় কাপড় দিয়ে ঝুলে আছেন। তার ডাক চিৎকারে ছোট মেয়ে বর্ষা (৭ম শ্রেণির ছাত্রী) ও প্রতিবেশীরা ছুটে আসেন এবং তাকে নিচে নামিয়ে মাথায় পানি ঢালাসহ প্রাথমিক সহায়তা দেন। তবে ততক্ষণে তার নিথর দেহে প্রাণের কোনো সাড়া পাওয়া যায়নি।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
কে এম মাসুদ রানা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করি এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের এম মুনছুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। তবে আমরা সব দিক খতিয়ে দেখছি।
তিনি আরও বলেন, পারিবারিক কলহ, ঋণ ও মানসিক চাপ এসব কারণেই ওই গৃহবধূ আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিতভাবে কিছু বলা যাবে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য বলেন,
এই পরিবারে কিছুদিন ধরেই আর্থিক টানাপোড়েন চলছিল। উনি একজন ভালো মানুষ ছিলেন, স্কুলেও তাঁর জনপ্রিয়তা ছিল। এমন পরিণতি খুবই বেদনাদায়ক।
স্থানীয় এক প্রতিবেশী নুরজাহান জানান,
ওনার স্বামী ব্যবসায় ক্ষতির পর থেকেই উনি চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন। প্রায়ই একা একা বসে থাকতেন। আমরা বুঝিনি এমন কিছু ঘটবে।
এই ঘটনা ঘিরে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আত্মহত্যার প্রকৃত কারণ জানতে পুলিশ ও প্রশাসন কাজ চালিয়ে যাচ্ছে।