সান্তাহারে ট্রেনের ধাক্কায় প্রকৌশলী নিহত

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি বগুড়া প্রতিনিধি
বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনের দুই নম্বর রেলগেইটের মিটারগেজ লাইনে ঢাকাগামী লালমণি এক্সপ্রেস ট্রেন স্টেশনে প্রবেশর সময় চলন্ত ট্রেনের ধাক্কায় জয় নামের এক মেরিন ইঞ্জিনিয়ার ঘটনাস্থলেই নিহত হয়েছে।
খবর পেয়ে নিহতের স্বজনরা থানায় এসে উপস্থিত হলে সেখানে এক হৃদয়বিদারক ঘটনার সৃষ্টি হয়। মেরিন ইঞ্জিনিয়ার নিহত নাসিম মাহমুদ জয় (৩০) উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের চকসোনার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। মোটরসাইকেলটি ছিলো ইয়ামাহা কোম্পানির বগুড়া ল-১৩-৫৭৮৭ নম্বরের।
আজ (২৭ জুলাই) রবিবার বেলা সোয়া দুই ঘটিকার সময় উপজেলার সান্তাহার জংশন স্টেশনের দুই নম্বর রেলগেইটের মিটারগেজ লাইনে লালমণিরহাট থেকে ছেড়ে আসা ঢাকা গামী লালমণি এক্সপ্রেস ট্রেন স্টেশনে প্রবেশ করার সময় মোটরসাইকেল চালিয়ে রেলগেইট পার হওয়ার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় মাথা কেটে গিয়ে ঘটনাস্থলেই আরোহী নিহত হয়। নিহত জয় পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার। গত কয়েক দিন আগে ছুটি নিয়ে বাড়িতে আসে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমণি এক্সপ্রেস ট্রেন সান্তাহার জংশন স্টেশনে প্রবেশ করার বেশ কিছু সময় আগে রেলগেইটের উভয় পাশের ব্যারিয়ার ফেলানো অবস্থায় ছিলো। তার পরও মোটরসাইকেল আরোহী জয় তা উপেক্ষা করে রেলগেইটের মাঝে প্রবেশ করে দ্রুত গতিতে গেইট পার হতে গেলে তাৎক্ষণিক ট্রেন চলে আসলে ট্রেনের ধাক্কায় মাথা কেটে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, ঢাকা গামী লালমণি এক্সপ্রেস ট্রেন স্টেশনে প্রবেশের সময় চলন্ত মোটরসাইকেল নিয়ে রেলগেইট পারাপারের সময় দূর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।