সারাদেশ

পলাশবাড়ী উপ: স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত নার্সিং সুপারভাইজারের টিকটক ভিডিও ভাইরাল: সমালোচনার ঝড়

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :

পলাশবাড়ী, ২৮ জুলাই ২০২৫ঃ হাসপাতালউটিরত অবস্থায় টিকটক ভিডিও বানিয়ে সমালোচনার মুখে পড়েছেন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার আফরোজা খানম।

নিজের নির্ধারিত কক্ষে বসে তার টিকটক ভিডিও তৈরির ঘটনাটি এখন উপজেলা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তার টিকটক আইডিতে এমন একাধিক ভিডিও দেখা গেছে, যা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

একজন সরকারি কর্মকর্তা, বিশেষ করে নার্সিংয়ের মতো একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত থেকে ডিউটির সময় টিকটক ভিডিও তৈরি করা কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

জনসেবার মহান ব্রত নিয়ে পরিচালিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ পেশাগত নীতি ও নৈতিকতার চরম লঙ্ঘন বলে বিবেচিত হচ্ছে।
উপজেলা জুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনা চলছে।

সাধারণ মানুষ থেকে শুরু করে সচেতন মহল পর্যন্ত অনেকেই এ ধরনের কর্মকাণ্ডকে সরকারি চাকরির বিধিমালা এবং পেশাগত মর্যাদার পরিপন্থী বলে আখ্যায়িত করছেন। এমন কর্মকাণ্ড সরকারি সেবার মান নিয়ে প্রশ্ন তুলছে এবং স্বাস্থ্যকর্মীদের প্রতি জনগণের আস্থায় চিড় ধরাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,