সারাদেশ

বর্ণিল আয়োজনে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের নববর্ষ পালন

জায়েদ আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ বরণ করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে বিদ্যালয়ের আয়োজনে এই বাংলা নববর্ষ ১৪৩২ বরণ সহ পিঠা মেলার আয়োজন করা হয়। পরে ‘এসো হে বৈশাখ’ গান গেয়ে পহেলা বৈশাখকে বরণ করে নেওয়া হয়।

প্রধান শিক্ষক বিশিষ্ট লেখক গবেষক আহমদ সিরাজ এর নেতৃত্বে স্কুল থেকে সকাল সাড়ে ১০টায় ছাত্র, শিক্ষক,অভিভাবক ও অতিথিদের নিয়ে ‘বৈশাখী শোভাযাত্রা’ বের হয়ে বিভিন্ন বাজার প্রদক্ষিণ করে স্কুল মাঠে গিয়ে সমবেত হয়।

শোভাযাত্রায় অংশগ্রহন করেন- কমলগঞ্জ মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি সামছুজ্জামান চৌধুরী রাহেল, সফাত আলী সিনিয়র মাদ্রাসার সহযোগী অধ্যাপক সেলিম আহমেদ চৌধুরী, সার্জেন্ট আবুল হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য রাসেল হাসান বখ্ত, সহকারী প্রধান শিক্ষক মো. মশিউর রহমান চৌধুরী, শিক্ষক মোমিনা ইয়াসমিন রুজি, হামিদা চৌধুরী, সুমাইয়া চৌধুরী, তারিন সুলতানা, নিপুণ শর্মা, শম্পা রাণী শীল প্রমুখ।

এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ প্রেসক্লাব এর আহব্বায়ক কমিটির সদস্য সালাহউদ্দিন শুভ, সাংবাদিক পারভেজ আহমদ, জাহেদ আহমদ,রাজন আবেদীন রাজু, আব্দুল কাইয়ুম কামরুল ও কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমেরেন্দু সেনগুপ্ত বুলবুল প্রমুখ।

এছাড়া বিদ্যালয়ের আয়োজনে পান্তা, চিড়া-দইসহ বাঙালি খাবারের আয়োজন করা হয়। বৈশাখকে কেন্দ্র করে দিনব্যাপী পিঠা মেলার আয়োজন করা হয়। মেলায় মিঠাই মিষ্টান্নসহ গ্রামীণ ঐতিহ্যের পিঠার স্টল বসে ছিল।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,