কালীগঞ্জে ন্যাশনাল ডক্টরস এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত

মারুফ হাসান, (কালীগঞ্জ) গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জে ন্যাশনাল ডক্টরস ফর্ম এর আয়োজনে কালীগঞ্জ উপজেলার ফুলদী জনতা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশের বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প,ব্লাড গ্রুপ পরীক্ষা ও ডায়াবেটিস পরীক্ষার আয়োজন করা হয়েছে ।
সোমবার (১৪ই এপ্রিল) পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ বাংলা নববর্ষ উপলক্ষে কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতায় ও কালীগঞ্জ পুবাইল বাড়িয়া উন্নয়ন ফ্রম এর ব্যবস্থাপনায় সকাল ৯ টায় উপজেলা জামায়াতের আমির মাহমুদুল হাসান এর সভাপতিত্বে উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট তাইজুল ইসলামের সঞ্চালনায় এ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। এ সময়ে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন গাজীপুর মহানগর জামায়াতে আমির ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ খারুল হাসান। এ ক্যাম্পিংয়ে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সেবা প্রদান করেন, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আমজাদ হোসেন নবজাতক ও শিশু বিশেষজ্ঞ, ডাক্তার মোঃ আমিনুল ইসলাম আকন্দ বাত-ব্যথা,ডায়াবেটিস ও শিশু বিশেষজ্ঞ, ডাক্তার মিশকাতুল মাযহাবী নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , ডাক্তার মোঃ শফিকুল ইসলাম গ্যাস্ট্রো এন্টরোলজী বিশেষজ্ঞ, মোঃ আব্দুর রাজ্জাক চক্ষু বিভাগ, ডাক্তার অমিত গুহ চর্ম ও যৌন ও এলার্জি বিশেষজ্ঞ, ডাক্তার আমিনুল ইসলাম সার্জারি বিশেষজ্ঞ, ডাক্তার মোহাম্মদ সোহেল হায়দার চর্ম ও যৌন বিভাগ, ডাক্তার মোঃ সোহেল হাসান সুমন, ডাক্তার আফরোজা সুলতানা শিশুরোগ বিশেষজ্ঞ, ডাক্তার সাবরিনা ইসলাম অনন্য গাইনী বিশেষজ্ঞ। ক্যাম্পিংয়ের উদ্বোধক খায়রুল হাসান তার বক্তব্যে বলেন, চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের এই উদ্যোগ। আমাদের প্রধান লক্ষ্যই হচ্ছে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা। যাতে করে মানুষ তার হাতের কাছেই চিকিৎসা সেবা পায়।