সারাদেশ

দক্ষিণ কেরানীগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি

:দক্ষিণ কেরানীগঞ্জের তেগুরিয়া আলফা কলম ফ্যাক্টরির গলি থেকে সাইদুল হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার(৪ আগস্ট)সকাল ৯ টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত সাইদুল কেরানীগঞ্জের রুহিতপুর ইউনিয়ন ধর্মসুর পূর্ব’পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

মরদেহে হাতের কব্জি কাটা ও আঘাতের চিহ্ন ও দেখা গেছে।তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে মৌখিকভাবে জানিয়েছে দক্ষিণ থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন। তবে এ বিষয়ে তারা ক্যামেরার সামনে কোন বক্তব্য দিতে রাজি হননি। তদন্ত শেষে প্রেস ব্রিফ করবেন বলে জানান।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,