নানা আয়োজনে জয়পুরহাটে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটে নানা আয়োজনে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (০৫ আগস্ট) দুপুরে শহরের শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ পরিবারের সম্মিলন, পথ শিশুদের মাঝে পোষাক বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
এসময় আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ।
এর আগে জুলাই আন্দোলনে শহিদদের কবরে শ্রদ্ধা জানানো হয়।