জয়পুরহাটের কালাইয়ে জমিজমা সংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় আহত-৫

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাইয়ে জমিজমা সংক্রান্ত পূর্বের জের ধরে প্রতিপক্ষের হামলা ও মারপিটের ঘটনায় মাথা ফেটে ও হাত-পা ভাঙ্গে ৫জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতরা হলেন, কালাইয়ের মাত্রাই ইউনিয়নের ছিলিমপুর গ্রামের জাকারিয়া, জোবাইল, মোহাম্মদ আলী, মোঃ আলীম, জাহানারা। দুজনের মাথার মাঝখানে আঘাত লেগে গুরুত্বর ফাঁটা রক্তাক্ত জখম, একজনের পায়ের তিন স্থানে ও একজনের হাতের আঙুল ভেঙ্গে গেছে।
ভুক্তভোগী ও থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, কালাই উপজেলার বলিগ্রাম মৌজায় জমি হইতে আমন ধানের চারা উঠানোর জন্য গেলে প্রতিপক্ষরা ১২-১২ জন মিলে লোহার রড, লাঠি, সোটাসহ মারাত্মক অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা ও মারপিট করে।
কালাই থানার ওসি মোঃ জাহিদ হোসেন জানান, থানায় এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।