সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সাজেদুল ইসলাম, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
গাজীপুরে সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ, আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে ভূঞাপুর প্রেসক্লাবের উদ্দোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগষ্ট) ভূঞাপুর প্রেসক্লাবের সামনে ভূঞাপুর-টাঙ্গাইল মহাসড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন- ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন খান, ডিবিসি টেলিভিশনের স্টাফ রিপোর্টার সোহেল তালুকদার, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম ভূঁইয়া, সাংবাদিক আল আমিন শোভন, আব্দুল লতিফ তালুকদার, কোরবান আলী তালুকদার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আতোয়ার রহমান তালুকদার মিন্টু, সহ-সভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু, অর্থ সম্পাদক মামুন সরকার, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম রবি, মোঃ নাসির উদ্দিন, সাংবাদিক ফরমান শেখ, মুহাইমিনুল ইসলাম হৃদয়, আব্দুর রহিম মিয়া, আলমগীর হোসেন, খন্দকার মাসুদ রানা, আরিফুজ্জামান তপু, শফিউর রহমান, আতিফ রাসেল, আমিনুল ইসলাম, সাজেদুল ইসলাম শুভ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা একটি স্বাধীন দেশে কল্পনাও করা যায় না। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তারা আরো বলেন- সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড শুধু একটি প্রাণহানি নয়, এটি সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর এক নির্মম ও বর্বর আঘাত। একজন সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার মতো ঘটনা একটি সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে কল্পনাও করা যায় না।