সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কমলগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

জায়েদ আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:
দৈনিক প্রতিদিনের কাগজ-এর সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে গাজীপুরে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে, কমলগঞ্জ প্রেসক্লাব ভবন সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু এর সভাপতিত্বে এবং সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা, প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিন ছিলেন সত্য ও ন্যায়ের পক্ষের নির্ভীক কণ্ঠস্বর। তার নির্মম হত্যাকাণ্ড সাংবাদিক সমাজকে স্তব্ধ করে দিয়েছে। এ ঘটনা জাতির বিবেককে নাড়া দিয়েছে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং পাশাপাশি দেশের প্রতিটি সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয়ভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এছাড়াও মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধি, সমাজকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।