দেবীগঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

রাসেল আহম্মেদ প্রধান, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা স্থানীয় সরকার অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক সীমা শারমিন। সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুর হাসান।
এসময় টাস্কফোর্স কমিটির উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজু, দেবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ প্রধান ও উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, গ্রাম পুলিশ প্রমূখ।
এসময় বক্তব্যরা বলেন, জন্ম মৃত্যু নিবন্ধনের গুরুত্ব, সচেতনতা বৃদ্ধি, অনলাইন নিবন্ধন পদ্ধতি এবং শতভাগ নিবন্ধন নিশ্চিতের উপায় নিয়ে ও নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবার সহযোগিতায় শতভাগ নিবন্ধন নিশ্চিত করা সম্ভব।