সারাদেশ

বেনাপোল সীমান্তে ১০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ীকে আটক-১

জাকির হোসেন, বেনাপোল-শার্শা:- বেনাপোল পোর্টথানাধীন বারোপোতা গ্রাম হতে ১০ বোতল নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ফেন্সিডিল সহ রমজান মোড়ল(৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

পোর্টথানা সূত্রে জানা গেছে,অদ্য(১৪ আগষ্ট) যশোর জেলার অভ্যন্তরে মাদক পাচারের উদ্দেশ্যে মাদক বিক্রেতারা বারোপোতায় অবস্থান নিচ্ছে,এমন গোপণ সংবাদ পেয়ে থানার এএসআই(নিঃ) এসএম আইয়ুব আলী তার সংগীয় কয়েকজন পুলিশ সদস্য সহ সকাল ৯’২০ মিনিটের দিকে বেনাপোল পোর্ট থানার অন্তর্গত বারোপোতা গ্রামে অভিযান চালায়।

ঐ গ্রামের কদমতলা টু বারোপোতাগামী রোডস্থ জনৈক বিল্লাল হোসেনের চায়ের দোকানের পাশে অবস্থান নেয় পুলিশ। তথ্য অনুযায়ী ঐ দোকানের সম্মুখস্থ পাকা রাস্তার উপর দাড়িয়ে থাকা আসামী রমজানের গতিবিধি সন্দেহ দেখা দিলে,পুলিশ তাকে ব্যপক জিজ্ঞাসাবাদ করে।

পরে তার দেহ তল্লাশী করে দুই পায়ের সাথে বিশেষ কায়দায় লুকানো ১০ (দশ) বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৩০.০০০(ত্রিশ হাজার) টাকা।

আসামীর নাম ও ঠিকানাঃ- নামঃ- মোঃ রমজান মোড়ল (৪৮)
পিতার নাম: মৃত আকবর মোড়ল মাতার নাম: মৃত আমেনা খাতুন
গ্রাম- পাঁচ ভুলট, থানা- শার্শা, জেলা -যশোর।

ফেন্সিডিল উদ্ধার এবং আসামী গ্রেফতারের বিষয়ে বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মো.রাসেল মিয়া জানান,”অত্র থানা এলাকায় মাদক পাচার,চোরাচালান রোধ এবং বিভিন্ন অপরাধ দমনে সন্মানিত যশোর জেলা পুলিশ সুপার(এসপি) রওনক জাহান মহোদয়ের নির্দেশে পুলিশি টহল জোরদার রাখা হয়েছে।

এরই ধাহাবাহিকতায় আজ বারোপোতায় অভিযান চালিয়ে মারণঘাতি ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ রমজান মোড়ল কে গ্রেফতার করা হয়”।

আসামী রমজান মোড়লের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,