বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু গুরুতর অসুস্থ, সিসিইউতে ভর্তি

হাবিবুর রহমান মুন্না
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু নোয়াখালী থেকে ঢাকা ফেরার পথে কুমিল্লার লাকসামে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।
রোববার (৬ এপ্রিল) রাত ৮টার পর কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, ঈদ উপলক্ষে নোয়াখালীতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে ঢাকা ফেরার পথে লাকসামে এসে তিনি হঠাৎ শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। পরে রাত ৯টার দিকে তাকে কুমিল্লার মুন হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হচ্ছে।
এদিকে বরকত উল্লাহ বুলুর খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন। এ সময় কুমিল্লা মহানগর বিএনপির নেতাকর্মীরাও হাসপাতালে উপস্থিত ছিলেন।