সারাদেশ

নার্সিং শিক্ষার্থী শামিমার  মৃত্যু না হত্যা সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন। 

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
 ঝিনাইদহের কালীগঞ্জে নার্সিং শিক্ষার্থী নাসরিন নাহার শামিমার অস্বাভাবিক মৃত্যু নিয়ে এলাকায় শোক এবং উদ্বেগ চলছে। সকাল ১০টায় কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শামিমার সহপাঠী, স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শামিমা স্বাভাবিকভাবে আত্মহত্যা করতে পারেনি। তাদের বক্তব্য, পরিকল্পিতভাবে তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে।সহপাঠীদের দৃঢ় অভিযোগ
সহপাঠি মিতুল বলেন,
“মৃত্যুর দিন সকালেও শামিমার সঙ্গে কথা হয়েছিল। তার আচরণে আত্মহত্যার কোনো লক্ষণ ছিল না। আমরা কিছু অডিও ক্লিপ পেয়েছি, যা থেকে বোঝা যায় শামিমাকে পরিবারের কেউ হয়তো অত্যাচার করছিল। এটি একমাত্র আত্মহত্যা হতে পারে না।”অন্য সহপাঠি আপন যোগ করেন,শামিমার চিরকুট দেখানো হচ্ছে। কিন্তু চিরকুটের হাতের লেখা শামিমার লেখার সাথে মেলে না। এটি স্পষ্ট যে এখানে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”স্থানীয় সূত্রে জানা গেছে, ২০ আগস্ট বুধবার সন্ধ্যায় কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া গ্রামের ওফদা সড়কে শামিমার গলায় ফাঁস দিয়ে মৃত্যুর খবর আসে। পরিবার এটিকে আত্মহত্যা বললেও, সহপাঠী ও প্রতিবেশীরা সন্দেহ প্রকাশ করেছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।শামিমার লালন-পালন ও দেখাশোনার দায়িত্বে ছিলেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক সিনিয়র সেবিকা রাজিয়া সুলতানা দত্ত।মানববন্ধনের মূল দাবি
শামিমার মৃত্যুর সঠিক ও সুষ্ঠু তদন্ত সম্ভাব্য হত্যাকাণ্ডের তথ্য উদঘাটন
দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ। মানববন্ধনে
 অংশগ্রহণকারীরা প্রশাসন ও তদন্ত সংস্থার প্রতি আহ্বান জানান, যেন শামিমার মৃত্যুর প্রকৃত কারণ দ্রুত উদঘাটন করা হয় এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,