সান্তাহারে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে টিকিট কাউন্টারের নিকটে পলাশ আবাসিক হোটেলের সামনে থেকে গতরাতে বিশ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সান্তাহার টাউন ফাঁড়ি পুলিশ।
আজ (২৭ আগস্ট) বুধবার দুপুরে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে তাদেরকে বগুড়া জেলা আদালতে পাঠানো হয়েছে।
ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তারকৃত আসামি দু’জন হলো নওগাঁ জেলার মহাদেব পুর থানার হোসেন পুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে রুহুল আমিন (৩৭) এবং একই থানার উত্তর গ্রাম এলাকার মোতালেব হোসেনের ছেলে আব্দুল মজিদ (২৭)
এ বিষয়ে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন বলেন, গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে গতরাতে আমার সঙ্গীয় ফোর্সসহ স্টেশন এলাকার পলাশ আবাসিক হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের শরীর তল্লাশি করে ২০ পিচ নেশা জাতীয় নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহৃত Toyota Rav-4 Hybrid মডেলের সাদা রঙের একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, গতরাতে সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকা থেকে নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।





