সারাদেশ

আদমদীঘিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ঐতিহ্য বাহী শিক্ষা প্রতিষ্ঠান পাইলট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে আজ বেলা সাড়ে এগারো ঘটিকার সময় দূর্নীতি প্রতিরোধ বিষয়ক এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৮ আগস্ট) বৃহস্পতিবার বেলা সাড়ে এগারো ঘটিকার সময় বগুড়া জেলা দূর্নীতি দমন কমিশনের আয়োজনে আদমদীঘি পাইলট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের হলরুমে ফাইনাল রাউন্ডে পাশাপাশি দুইটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ বিষয়ক কমিটির সভাপতি ও পাইলট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ সহকারী অধ্যাপক নুরে আলমের সভাপতিত্বে দূর্নীতি দমন প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দূর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোঃ রোকনুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দূর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক মোঃ সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুস সালাম তালুকদার।
বিতর্ক প্রতিযোগিতা-২৫ এর ফাইনাল রাউন্ডে অংশ গ্রহণ কারী দুটি প্রতিষ্ঠান হলো আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয় এবং পাইলট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ আদমদীঘি। উভয় প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থীরা একটি মনোমুগ্ধকর বিতর্ক প্রতিযোগিতা উপহার দিয়েছে। পাইলট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের তার্কিকরা হলো রিয়া মণি, সুমাইয়া জান্নাত, মুস্তারিবা মুন বিপক্ষে আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয়ের তার্কিকরা হলো সিয়াম, বিলোয়াল হাসান, মাইনুল হাসান,
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্বে ছিলেন প্রতিষ্ঠানের ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক আব্দুল লতিফ। এ সময় উভয় প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। ফাইনাল রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা শেষে গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের চাম্পিয়ান দল এবং আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয় রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শ্রেষ্ঠ তার্কিকের পুরষ্কার অর্জন করে পাইলট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ দশম শ্রেণির শিক্ষার্থী মুস্তারিবা মুন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,