সারাদেশ

ঝিনাইদহে ইসলামী ঐক্য আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত।

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ইসলামী ঐক্য আন্দোলনের উদ্যোগে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গোহাটা নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভার মূল প্রতিপাদ্য ছিল— “রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সীরাত ও দ্বীন প্রতিষ্ঠায় আমাদের ভূমিকা।”
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর, প্রখ্যাত লেখক ও গবেষক ড. মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদী। তিনি বলেন—
“রাসুলুল্লাহ (সা.) কেবল একজন ধর্মীয় নেতা নন, বরং সমগ্র মানবতার মুক্তির দিশারী। তাঁর সীরাত আমাদের জন্য পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। আজকের এই অশান্ত বিশ্বে মুসলমানদের দায়িত্ব হলো ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা বাস্তবায়ন করা।”
বিশেষ অতিথির বক্তব্য
বিশেষ অতিথি হিসেবে ইসলামী ঐক্য আন্দোলনের নায়েবে আমীর, লেখক ও গবেষক ড. মাওলানা মুহাম্মদ এনামুল হক আজাদ বলেন—
“ইসলামের প্রকৃত রূপ মানুষের কাছে পৌঁছে দিতে হলে দাওয়াতি কার্যক্রমকে বেগবান করতে হবে। একই সাথে মুসলিম উম্মাহর ঐক্য ও সামাজিক সংস্কারের মধ্য দিয়েই দ্বীন প্রতিষ্ঠা করা সম্ভব।”আলোচক হিসেবে বক্তব্য রাখেন—
মাওলানা মুহাম্মদ রুহুল আমীন খান, অঙ্গসংগঠন সমন্বয়ক, ইসলামী ঐক্য আন্দোলন
মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক
মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান
মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান সাইফী
হাফিজ মাওলানা মিজানুর রহমান আলী, সভাপতি, কালীগঞ্জ উপজেলা ইসলামী ঐক্য আন্দোলন
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মাহাফুজুর রহমান
শহীদ নূর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ ছাত্তার তরু
দৈনিক নবচিত্রের সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আলাউদ্দিন আজাদ
মাও: মাছুম বিল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন— ইসলাম কেবল নামাজ-রোজার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠা করা ফরজ। এজন্য প্রয়োজন সাহস, ঐক্য ও সুসংগঠিত আন্দোলন।
আলোচনা সভায় শতাধিক মুসল্লি, ছাত্র, তরুণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বক্তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনার পর উপস্থিত সবাই ইসলামী ঐক্য আন্দোলনের কার্যক্রমকে সমর্থন জানান।
অনুষ্ঠান শেষে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, দেশ ও জাতির কল্যাণ এবং ইসলাম প্রতিষ্ঠা ও বিজয়ের জন্য বিশেষ দোয়া করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,