সারাদেশ

দেবীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

একেএম বজলুর রহমান , পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব  ফরহাদ হোসেন আজাদ।
২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে দেবীগঞ্জ উপজেলার ১০ ইউনিয়ন থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে এসে জড়ো হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বন্ধ করার জন্য একটি রাজনৈতিক দল ষড়যন্ত্র শুরু করছে। তারা নির্বাচনে জয়ী হতে পারবেনা বলে নির্বাচন পিআর পদ্ধতিতে করার জন্য বলতেছে। আপনার সজাগ থাকতে হবে নির্বাচন নিয়ে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। এখন দলের লোকজন ইয়ানতের নাম করে সাধারন মানুষের কাছ থেকে চাঁদা নিচ্ছে। তারা জান্নাতের টিকেট দিচ্ছে। জান্নাতের টিকেট দেয়ার অধিকার তো তাদের নেই। সাধারন মানুষকে বোকা বানিয়ে তারা ফায়দা নিতে উঠেপড়ে লেগেছে।
তিনি আরও বলেন, দেবীগঞ্জ উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌরসভার যে ৭১:সদস্য বিশিষ্ট কমিটি রয়েছে। সে কমিটির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চাবেন। এখন আর মিছিল মিটিং করার সময় নাই। দলের পক্ষে কাজ করে দলের প্রার্থীকে জয়ী করার জন্য কাজ করতে হবে।
দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়ার সভাপতিত্বে শুরুতেই স্বাগত বক্তব্য দেন শালডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম।
আরও বক্তব্য দেন পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলী, উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ নজরুল ইসলাম।
এসময় দেবীগঞ্জ পৌর সভাপতি সরকার ফরিদুল ইসলাম সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, যুবদলের আহবায়ক  মুশফিকুর রহমান রাজু, সদস্য সচিব রোকনুজ্জামান সুমন, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাদেরী কিবরিয়া রানা, সদস্য সচিব রাসেল প্রধানসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারন সম্পাদকসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মৎস্যজীবি দল, তাতীদল, এলামা দল ও মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,