সারাদেশ

বর্ষা মৌসুমেও শিক্ষার্থীদের হাসি: ছাতকে শতাধিক ছাতা বিতরণ

মোঃ তাজিদুল ইসলাম:
ঝড়-বৃষ্টি থেকে রক্ষা, স্কুলে যাওয়া হবে আরও সহজ, এমন স্লোগান নিয়ে উৎসবমুখর পরিবেশে আনন্দিত শিক্ষার্থীরা।
সুনামগঞ্জের ছাতক উপজেলায় সোমবার (১ সেপ্টেম্বর) বর্ষার দিনে ছাতার ছোঁয়ায় শিক্ষার্থীরা পেল আনন্দের বার্তা।
চরমহল্লা ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে সহ-সভাপতি (যুক্তরাজ্য প্রবাসী) জসিম উদ্দিনের অর্থায়নে চরমহল্লা বাজার উচ্চ বিদ্যালয় কাইল্যাচরের শিক্ষার্থীদের হাতে শতাধিক ছাতা তুলে দেন অতিথিরা। এই উদ্যোগ শুধুমাত্র ঝড়-বৃষ্টি ও রোদের হাত থেকে সুরক্ষা দেবে না, বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতেও প্রেরণা জোগাবে।
বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু মুছা মোহাম্মদ রাসেল সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন চরমহল্লা ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল লেইছ। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ফয়জুল ইসলাম। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শফিক উদ্দিন ও খরিদিচর সিনিয়র আলিম মাদ্রাসার কমিটির সভাপতি এডভোকেট আল আমিন, সাবেক শিক্ষক সামছুল ইসলাম, মাওলানা আনসারুল হক, মাওলানা খুর্শিদ আলম, মঞ্জুর মিয়া, আব্দুর রহমান, জয়নাল আবেদীন, সিরাজ মিয়া, জমির আলী, সংবাদকর্মী নুর মিয়া রাজু, রুস্তম আলী, হাসনাত আহমদ সৌরভ সহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শুরুতে কুরআন তেলাওয়াত করেন
ফয়জুল ইসলাম বলেন, “শিক্ষার্থীরা শুধু বইই নয়, আমাদের ভালোবাসা ও যত্নও পাবে।”
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রবাসে থেকেও জসিম উদ্দিন দেশের শিক্ষা ও মানবকল্যাণে নিয়মিত অবদান রেখে চলেছেন। এই উদ্যোগ শিক্ষার্থীদের স্কুলে যাওয়া আরও আনন্দময় ও নিরাপদ করবে।
শিক্ষার্থীরা ছাতা হাতে পেয়ে আনন্দিত, আর শিক্ষক ও অভিভাবকরা আশা করছেন, এমন সহযোগিতা শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি উৎসাহ আরও বাড়াবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,