পঞ্চগড়ে গনপূর্ত বিভাগের প্রকৌশলীর বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড় জেলার হয়ে যাওয়া বিভিন্ন উন্নয়ন মূলক কাজের তথ্য চাওয়ার পর সে তথ্য গোপন করার অভিযোগ উঠেছে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাজিদার রহমানের বিরুদ্ধে।
স্থানীয় একাধিক সংবাদকর্মী জানান, গণপূর্তের দায়িত্বপ্রাপ্ত এ কর্মকর্তা সরকারি কোটি কোটি টাকার একাধিক প্রকল্প বাস্তবায়ন করলেও কোন তথ্য দিতে চান না। তথ্য দিতে বিভিন্ন ভাবে টালবাহানা করছেন তিনি।
জানা গেছে, নিয়ম অনুযায়ী স্থানীয় এক সংবাদকর্মী তথ্য অধিকার আইনে নির্দিষ্ট ফরমে ২০২৪-২৫ অর্থ বছরের জুন পর্যন্ত কি কি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে তার প্রকল্প সমুহের নাম, বরাদ্দ পাওয়া ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম, বরাদ্দের পরিমান এবং রাজস্ব খাতের বাজেটের আওতায় কি কি সংস্কার কাজের স্ক্রিম গ্রহণ করা হয়েছে সেসব স্কিমের নাম, বরাদ্দের পরিমান ও বরাদ্দ পাওয়া ঠিকাদারের তথ্য চেয়েছেন। স্পষ্ট ভাবে উন্নয়নের তথ্য চাইলেও গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মাজিদার রহমান তথ্য গোপনের চেষ্টা করে। সংবাদকর্মীকে চিঠি দেন। সেখানে উল্লেখ করেন,তথ্য অধিকার আইনের ধারা ৮ এর উপধারা (২) এর (আ) ধারা মতে চাহিত তথ্য নির্ভুল ও স্পষ্ট নয়। তথ্যের নির্ভুল ও স্পষ্ট বিবরণসহ পুনরায় আবেদন করার অনুরোধ করেছেন তিনি।
ক্ষোভ প্রকাশ করে লিহাজ উদ্দিন নামের এক সংবাদকর্মী বলেন, সরকারি কর্মকর্তারা জনগণের করের টাকায় বেতন পান। তথ্য গোপন করার অধিকার তাদের নেই। তিনি আরও বলেন, সাংবাদিকরা যখন তথ্য চায়, তখন তাদের সহযোগিতা করার কথা। কিন্তু এখানে ঘটছে উল্টো চিত্র।
সাইদুজ্জামান নামের এক সংবাদকর্মী বলেন, একটা কাজের তথ্যের জন্য অফিসে গিয়ে নির্বাহী প্রকৌশলীকে না পেয়ে একাধিক বার ফোন দিয়েছি। কিন্তু ফোনটি ধরেননি। পরবর্তীতে ফিরতি কলও দেননি। নির্বাহী প্রকৌশলীর অনুমতি ছাড়া অন্য কর্মকর্তারাও তথ্য দিতে চান না।
এবিষয়ে পঞ্চগড় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাজিদার রহমান বলেন, দুই বছরের এতো তথ্য দেওয়া সম্ভব না।





