সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ.
সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ, জাতীয় সংগীতের তালে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, মশাল পরিভ্রমণ ও ডিসপ্লের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর-কামারখন্দ-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এসময় তিনি বলেন,
“তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে নিয়ে আসতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখে। তোমরা সবসময় গরীব-অসহায় মানুষের পাশে দাঁড়াবে, মোবাইল ফোনে আসক্ত না হয়ে লেখাপড়ার প্রতি মনোযোগী হবে। সাঁতার না জানলে নদীতে নামবে না, মা-বাবার কথা মেনে চলবে এবং এদেশকে এগিয়ে নিতে দায়িত্বশীল নাগরিক হয়ে উঠবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার মোঃ রফিকুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনর রশীদ তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল জাব্বার, সদর উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ আতিকুর রহমান তালুকদার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা নোমান আলাল, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নাজমুল, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান তারেক, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মওলা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রিপন মিয়া। এছাড়াও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





