সারাদেশ

চিরিরবন্দরে অটোচালকের চোখ উপড়ানো, মূখমন্ডল থেতলানো ও পোড়ানো মরদেহ উদ্ধার।

এনামুল মবিন(সবুজ)
স্টাফ রিপোর্টার.
দিনাজপুর চিরিরবন্দরে অটোচালকের চোখ উপড়ানো ও মূখমন্ডল থেতলানো এবং পোড়ানো মরদেহ উদ্ধার করেছে চিরিরবন্দর থানা পুলিশ।
গতরোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় উপজেলা ইসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ি তালদিঘীরপাড় এলাকার ইউক্যালিপ্টাস বাগানে এ মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দুপুরে জনৈক ব্যাক্তি জমি দেখতে গিয়ে ইউক্যালিপ্টাস বাগানে মরদেহ দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি করলে এলাকাবাসি এগিয়ে গিয়ে দেখে থানা পুলিশে সংবাদ দেয়। থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় চিরিরবন্দর থানারষ অফিসার ইনচার্জ(ওসি) মোঃ রুহুল আমিন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় পাওয়া গেছে। তার নাম ফজলে  রাব্বি (২৮) তার বিরল উপজেলার রামনগর এলাকায় বাড়ি। পেশায় সে একজন অটো চালক। মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,