নওগাঁয় হাতির পিঠে চড়ে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে চাকরি জীবনের শেষদিনে এসে এক প্রধান শিক্ষককে হাতির পিঠে চড়ে রাজকীয় বিদায় দিয়েছেন সাবেক শিক্ষার্থীরা। সুসজ্জিতভাবে সাজানো একটি হাতির পিঠে চড়ে তাকে বাড়িতে পৌঁছে দেয়া হয়। উৎসবমূখর পরিবেশে হাতির পেছনে শিক্ষকের বিদায় র্যালিতে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ এলাকাবাসীরা।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকালে রাজশাহী বিভাগের অন্যতম ও নওগাঁ জেলার বারবার প্রথম স্থান অর্জনকারী ধামইরহাট উপজেলার ঐতিহ্যবাহী সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল ই রব্বানীকে এভাবে বিদায় জানানো হয়। অবসরে যাওয়া প্রধান শিক্ষক ধামইরহাট পূর্ব বাজারে নিজস্ব বাড়িতে থাকতেন। প্রধান শিক্ষকের এমন রাজকীয় বিদায় দেখার জন্য স্কুল থেকে বাড়ি পর্যন্ত রাস্তার দুপাশে ভীড় জমান শতশত নারী-পুরুষ। এর আগে সকালে সাবেক শিক্ষার্থীদের আয়োজনে তাকে বিদায় জানাতে সাজানো হয় বিদ্যালয় প্রাঙ্গণ।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান শিক্ষক এসএম খেলাল ই রব্বানী জানান, জেলার পাশাপাশি সারাদেশে আমাদের বিদ্যালয়ের নামে একটি সুনাম রয়েছে। আমি অবসরে চলে যাচ্ছি, আমার চলে যাবার পরে আপনারা যারা বিদ্যালয়ের দায়িত্বে থাকবেন, আপনারা প্রতিষ্ঠানের প্রতি খেয়াল রাখবেন বলে কান্নায় ভেঙে পড়েন। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ধামইরহাট এমএম সরকারি ডিগ্রি কলেজের প্রদর্শক হারুন আল রশীদ জানান, এসএম খেলাল ই রব্বানী স্যার ১৯৮৭ সালে বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। পরে তিনি ২০০১ সালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন। সেই থেকে তিনি চলতি বছরের ৬ সেপ্টেম্বর তার কর্মজীবনের শেষ দিন। স্যারের পরবর্তী অবসর জীবনের সাফল্য কামনা করেন তিনি।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থী মুমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সম্পাদক আলমগীর কবির, দাতা সদস্য ও সাবেক অধ্যক্ষ আবদুল গণি মন্ডল, প্রতিষ্ঠাতা সদস্য তাইমুর রহমানসহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।