নেত্রকোনার দুর্গাপুরে শিক্ষার্থীদের মাঝে ইসলামিক বই উপহার দিলো – পথ পাঠাগার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে সাহিত্য সংগঠন ‘‘পথ পাঠাগারের’’ আয়োজনে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে ইসলামিক বই বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চন্ডিগড় এলাকার রাহমানিয়া দারুল উলুম কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের মাঝে এই বইগুলো বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান শিক্ষক মাসউদুর রহমান ফকির, সহকারী শিক্ষক নাসিমা খাতুন, আফরোজা বেগম ও মিনারা খাতুন, পথ পাঠাগারের সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার, সাধারণ সম্পাদক সাংবাদিক রাজেশ গৌড় ফপ্রমুআমিনুল ইসলাম প্রমুখ।
প্রধান শিক্ষক মাসউদুর রহমান ফকির বলেন, “শিশুদের হাতে বই তুলে দেওয়া মানে তাদের হাতে ভবিষ্যতের আলো তুলে দেওয়া। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মননশীলতা ও চরিত্র গঠনে সহায়ক ভূমিকা রাখবে। এমন উদ্যোগ নেওয়ার জন্য, মাদরাসার পক্ষ থেকে পথ পাঠাগারকে ধন্যবাদ জানাই।
পথ পাঠাগারের সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার বলেন, মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে বই পৌঁছে দিয়ে তাদের জ্ঞানার্জন ও শিক্ষায় প্রসার ঘটানোই হচ্ছে এ উদ্যোগের প্রধান উদ্দেশ্যে। সাহিত্যকে মানুষের হাতের মুঠোয় নেয়ার জন্য, পথ পাঠাগার ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের সেলুনে, রেল স্টেশনে, হোটেল রেস্তোরায় পাঠাগার স্থাপন করেছে। সমাজে সাহিত্যকে ছড়িয়ে দিতে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান কবি সারোয়ার।