সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালন

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ.
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে জেলা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে জেলা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
দিবসটি উপলক্ষে বিকেল ৫টায় ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনের সবুজ চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বর্ণাঢ্য আনন্দ র্যালির আয়োজন করা হয়। র্যালিতে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। ফেস্টুন, ব্যানার, ও নানান শ্লোগানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
আনন্দ র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার মিলনায়তন প্রাঙ্গণে এসে শেষ হয়। দিনব্যাপী আয়োজনে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এলেমা বেগম।
এ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের সাবেক নির্বাচিত জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপি’র শীর্ষ নেতা, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন, পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসব, উচ্ছ্বাস ও আনন্দমুখর পরিবেশ।