সারাদেশ

জয়পুরহাটে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর কার্যালয়ে চুরি

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট শহরের হাউজিং এস্টেট এলাকায় অবস্থিত পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের সার্ভিস সেল কার্যালয়ে  চুরির ঘটনা ঘটেছে। কার্যালয়ের  গ্রিল ভেঙে নগদ টাকা, ল্যাপটপ ও  ইন্টারনেট ওয়াইফাই  রাউটার  নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায়  বুধবার (১০ সেপ্টেম্বর)  থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সার্ভিস সেল কার্যালয়ের হিসাব রক্ষক  রাজু সরদার বাদী হয়ে এই অভিযোগটি দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, জয়পুরহাট শহরের হাউজিং এস্টেট এলাকায় পপুলার  লাইফ ইনস্যুরেন্স  কোম্পানী লিমিটেডের সার্ভিস সেল কার্যালয়  গত ৮ সেপ্টেম্বর কর্মকর্তা-কর্মচারী অফিস করে বিকেলে চলে যান। পরদিন ৯ সেপ্টেম্বর সকালে অফিসের ফটক খোলার পর দুটি কক্ষের  ড্রয়ারের তালা ভাঙ্গা ও কাগজ পত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। ড্রয়ারে রাখা সাড়ে ৩৮ হাজার টাকা, একটি ল্যাপটপ ও ইন্টারনেট ওয়াইফাই  রাউটার নেই। অফিসের জানালার গ্রিল ভাঙা রয়েছে।
সার্ভিস সেল কার্যালয়ের হিসাব রক্ষক রাজু সরদার বলেন, অফিসের  জানালার গ্রিল ভেঙে চোরেরা ভেতরে ঢোকে নগদ টাকা, ল্যাপটপ ও ইন্টারনেট ওয়াইফাই  রাউটার নিয়ে গেছে।  মঙ্গলবার বিকেলে থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর বুধবার থানায় অভিযোগ করেছি।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি)  তামবিরুল ইসলাম জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,