রায়পুর উপজেলায় আধুনিক ফিটনেস ক্লাবের শুভ উদ্বোধন

মাহমুদ সানি, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে নতুন উদ্যোগে,
রায়পুর উপজেলা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে
আজ সোমবার সকাল ১০:৩০ একটি আধুনিক ফিটনেস ক্লাবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ক্লাবটির উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান খান ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান।
উদ্বোধনী জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, “বর্তমান ব্যস্ত জীবনে সুস্থ থাকতে হলে শরীরচর্চার বিকল্প নেই। এই ফিটনেস ক্লাব উপজেলা বাসীর স্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” ক্লাবটিতে আধুনিক জিম যন্ত্রপাতি, প্রশিক্ষক এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সেবা থাকবে বলে আয়োজকরা জানান।
ক্লাবের উদ্যোক্তা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান খান বলেন, “আমাদের লক্ষ্য হলো সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং একটি সুস্থ সমাজ গড়ে তোলা।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ সমাজ, ও ফিটনেসপ্রেমীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ক্লাব পরিদর্শন করা হয়।