সারাদেশ

শ্যামনগরে জুম্মার খুতবা দেওয়ার সময় শিক্ষকের মৃত্যু

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শুক্রবার(১২ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জ ইউনিয়নের যতিন্দ্রনগর সরদার বাড়ি জামে মসজিদে জুম্মার খুতবারত অবস্থায় অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক সিদ্দিকুল ইসলাম(৭০) মৃত্যুবরণ করেন।

তিনি মুন্সিগঞ্জ ইউনিয়নের যতিন্দ্রনগর গ্রামের মৃত আকবর হোসাইনের ছেলে।

স্থানীয়রা জানান, শিক্ষক সিদ্দিকুল ইসলাম তার পরিবার নিয়ে পার্শ্ববর্তী কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মানপুর গ্রামে বসবাস করতেন।তিনি মোহাম্মদনগর দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। শিক্ষক সিদ্দিকুল ইসলাম তার ছোটভাই আবুল হোসাইনের বাড়িতে বেড়াতে এসে শুক্রবার যতিন্দ্রনগর সরদার বাড়ি জামে মসজিদে নামাজ পড়তে যান। ইমাম সাহেবের অনুরোধে মুসল্লীদের উদ্দেশ্যে ইসলামী বয়ান করছিলেন। কথা বলা অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন এবং মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন। পর স্থানীয় গ্রাম ডাক্তার পরীক্ষা শেষে বলেন তিনি বেঁচে নাই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,