শিক্ষক নিয়োগে অনিয়ম বন্ধ না হলে ভালো শিক্ষক পাওয়া যাবে না: বিচারপতি সাইফুল ইসলাম

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ ভালো শিক্ষক পেতে হলে শিক্ষক নিয়োগের নামে অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ সাইফুল ইসলাম।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক আব্দুল হাই মিয়ার কবর জিয়ারত করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগের আমলে রাজনৈতিক সরকারের সময় যারা নাম লিখতে পারেনি তারাও ডোনেশনের নামে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছে। বিভিন্ন জায়গায় কসাইরাও ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছে। যেখানে পরিস্থিতি এরকম সেখানে ভালো টিচার পাবনা।
গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, দক্ষিণ পাশে ভাঙা বেড়ার একটি টিনের ঘর ছিলো। সেই ভাঙা টিনের ঘরে আমরা ক্লাস করেছি। সেই অবস্থা থেকে বিদ্যালয়ের এখন অনেক উন্নতি হয়েছে। বিদ্যালয়ের সুনাম রক্ষার্থে সকলকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এসময় ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু বিনয় কৃষ্ণ বসাক, ম্যানেজিং কমিটির সদস্য মাকসুদ জামিল মিন্টু, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহআলম প্রামানিক, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাধারন সম্পাদক কামাল হোসেন, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক আব্দুল হাই মিয়ার ছেলে ও মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের আইন সম্পাদক মোঃ জাহিদ শামস (হুমায়ুন) সহ শিক্ষকবৃন্দ, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কবর জিয়ারতের সময় দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান মাওলানা শহীদুল ইসলাম।