সারাদেশ

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সিরাজগ‌ঞ্জে আলোচনা সভা

সিরাজগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ধুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধুবিল ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের গণমানুষের নেতা, একাধিকবারের সাবেক সংসদ সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রয়াত জননেতা আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের যোগ্য পুত্র এবং বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাহিদ মান্নান লেনিন।
সভায় সভাপতিত্ব করেন ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মহল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন।
বক্তারা বলেন, আমাদের তরুণ প্রজন্মের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হলে অর্থনৈতিক সহায়তা ও সঠিক দিকনির্দেশনা জরুরি। রায়গঞ্জ যেহেতু একটি গুরুত্বপূর্ণ মৎস্য এলাকা, তাই এখানকার যুবকদের সুযোগ দিতে পারলে তারা বিদেশে মাছ রপ্তানি করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
তিনি আরও উল্লেখ করেন, ফিনান্সিয়াল সাইটের মাধ্যমে বেকার যুবকদের প্রশিক্ষণ, ঋণ সুবিধা ও বাজার সম্প্রসারণের ব্যবস্থা করা হবে, যাতে তারা আত্মনির্ভর হয়ে দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে পারে। দেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা ও গণতন্ত্রের সংকট নিরসনে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফাই একমাত্র কার্যকর রূপরেখা। এ দফাগুলো বাস্তবায়িত হলে জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।
প্রধান অতিথি রাহিদ মান্নান লেনিন তার বক্তব্যে বলেন, জকের বাংলাদেশে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। গণতন্ত্র ও সুশাসন পুনরুদ্ধারের জন্য তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ছাড়া বিকল্প নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব।
এসময় আরো উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা মেহেদী আফজাল পারভেজ, ধুবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসান ইমাম তালুকদার সহন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক আ হ ম খোকনসহ আলোচনা সভায় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তৃতা, শ্লোগান ও করতালির মধ্য দিয়ে অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে শুরুতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে অনেক মিছিল এসে মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,